
রিয়াজুল ইসলাম বাচ্চু : ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় দানবীর আলহাজ্ব কেএম আব্দুল করিম (রহিমাহুল্লাহ)–এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, কলেজের প্রতিষ্ঠাতা ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টকশো ব্যক্তিত্বব ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দানবীর আলহাজ্ব কেএম আব্দুল করিমের শিক্ষা বিস্তার, গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি একজন সহজ সরল ও সাদা মনের মানুষ ছিলেন। তিঁনি দুহাত খুলে নিরবে দান করতেন। অতিথি পরায়ণ করিম খান ছিলেন মানুষের ভালোবাসার প্রিয়পাত্র।
তারা বলেন, সাতুরিয়ায় শিক্ষা ও মানবিক কার্যক্রমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানের আয়োজন করে সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।
শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে স্থানীয় শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।