
ঝালকাঠি প্রতিনিধি ::: ‘ইলেন ভুট্টোর মনোনয়ন মানি না মানব না বয়কট বয়কট, আওয়ামী লীগের গুন্ডারা রাজপথে নামিস না পিঠের চামড়া থাকবে না, ইলেন ভুট্টোর গুন্ডারা হুশিয়ার সাবধান, নান্নু ভাইয়ের সালাম নিন, জেবা আপার সালাম নিন, শাহাদাত ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ শ্লোগানে ঝালকাঠি শহরে মশাল মিছিল করেছে বিএনপির একটি অংশের নেতাকর্মীবিএনপির একটি অংশের নেতাকর্মী। ইলেন ভুট্টোর ক্রস ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করতে দেখা গেছে।
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর মনোনয়েন বাতিলের দাবীতে ঝালকাঠিতে বিএনপির একটি অংশ মশাল মিছিল করেছে।
সোমবার সন্ধ্যায় শহরের পেট্রোলপাম্প এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পূর্বচাঁদকাঠি এলাকায় সমাবেশ করে।
এ সময় নেতাকর্মীরা দাবী করে বলেন, ইলেন ভূট্টো জাতীয়পার্টি পরিবারের একজন সদস্য। তিনি ছিলেন সংস্কারপন্থী। বিগত আন্দোলন সংগ্রামের সময় তাকে পাওয়া যায় নি।
তাতে দেয়া বিএনপির মনোনয়ন প্রত্যাহার করে বিএনপির কেন্দ্রিয় নেতা মাহাবুবুল হক নান্নু, জিবা আমিনা খান কিংবা জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন এই তিন জনের মধ্যে যে কাউকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার দাবী করেন বিএনপির এ অংশের নেতাকর্মীরা।