
নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল দশটা ৩৭ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়।
এতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। অনেকে ঘর ছেড়ে বাড়ির উঠানে বেড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, হঠাৎ ঘর-বাড়ি কেঁপে উঠলে অনেকে ভয়ে ঘর থেকে বেড়িয়ে যায়।
সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা। তবে খোলা জায়গায় ভূমিকম্পের তীব্রতা কম অনুভূত হয়েছে।৷
তবে কোথায়ও প্রাণহানি বা ভবন ধ্বসে পড়ার খবর পাওয়া যায়নি। হাজিপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক লোকমান হোসেন জানান, বাসাবাড়িতে ও বহুতল ভবনে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। আকস্মিক কম্পনে মানুষ খুব আতঙ্কিত হয়ে উঠেন।
বিশেষ করে শিশুরা বেশি ভয় পায়। গৃহবধূ খালেদা ইয়াছমিন বলেন, হঠাৎ ঘর কেঁপে উঠলে আতঙ্কিত হই। বাচ্চারা ভয়ে চিৎকার করে।