
মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে বাংলা অর্থসহ কুরআন শরীফ পেয়েছে ৫ শতাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।
ক্যারিয়ার গাইড লাইন ও এক শিক্ষার্থী ১ কুরআন শ্লোগানে শিক্ষার্থীদের কুরআন শরীফ প্রদান করেন ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা।
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ হামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্ম পরিষদের সদস্য, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
এসময় উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আবদুল্লাহ ইসলাম সৌরভের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদের সদস্য মো. নাঈম হাসান, বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাইল সরদার, বরিশাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সালেহ, মুলাদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মো. ইব্রাহীম খান ও মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আহনাফ রহমান সামিত ভূঁইয়া প্রমুখ।