
নিজস্ব প্রতিবেদক : মেহেন্দিগঞ্জে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে দখলকৃত ৪৪ শতক জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।
সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার উলানিয়া ইউনিয়নের অটোষ্টান্ড সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ ও জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকার মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী ও নুরজাহান চৌধুরীর মালিকানাধীন ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক
দখল করে রাখে এলাকার একটি প্রভাবশালী মহল।
এতে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। প্রথমে নিম্ন আদালত এবং পরে উচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন।
রায়ের আলোকে সোমবার উপজেলা প্রশাসন, স্থানীয় ভূমি অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দখলদারদের উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকদের দখলে বুঝিয়ে দেয় এবং ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
এ সময় ইউএনও রিয়াজুর রহমান বলেন, “আদালতের রায় বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব।
প্রকৃত মালিকরা আদালতের রায় বাস্তবায়ন ও প্রশাসনের সহায়তায় স্বস্তি প্রকাশ করেন