
ইফতেখার শাহীন, বরগুনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছে বরগুনা জেলা ছাত্রদলের নেতা কর্মিরা।
রবিবার সকাল সাড়ে ১১ টায় বরগুনা সরকারী বিশ^ বিদ্যালয় কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড পুরাতন লঞ্চ ঘাটে এসে শেষ হয়। পরে লিফলেট বিতরণ করে জেলা ছাত্রদলের নেতা কর্মিরা।
এ সময় বরগুনা শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন দোকান-পাট এবং সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়। এ লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাসেল খোকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ওমর সারজিল প্রমূখ। বরগুনা সরকারী বিশ^ বিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক নেতা কর্মিরা বিক্ষোভ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহন করে।