
নিজস্ব প্রতিবেদক// ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি কর্তৃক উপজেলার ২৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে মাইলস্টোন কলেজের বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া মোনাজাত করা হয়। এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের কে তাদের অগ্রণী ব্যাংক হিসেবে ১০,০০০/ এবং এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের কে ২৫,০০০/ টাকা করে প্রেরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান- উজ্জামান। এ সময় তিনি বলেন এই স্কিমের মূল উদ্দেশ্য হল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন করা এবং শিক্ষাদান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা। পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও উৎসাহিত হবে এবং শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট হবে। শিক্ষা উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান গুলো আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।”