
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরের ভা-ারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ওভার ব্রীজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিজার্ভ পুকুরপাড়ে শেষে হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির পিরোজপুর-২ (কাউখালী-ভা-ারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।
তিনি বলেন, “৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই চেতনায় এগিয়ে যেতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জোমাদ্দার প্রমুখ।