
ঝালকাঠি সংবাদ দাতা: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ নভেম্বর ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন এর নেতৃত্বে একটি বিরাট রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, ছাত্রদল সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, সাধারণ সম্পাদক এডভোকেট আনিচুর রহমান আনিচ, কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফা, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রেলি শেষে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য জীবা আমীনা আল গাজী। তিনি বক্তব্যে বলেন, যারা আওয়ামী লীগের দোসর, যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে তাদের কে আমাদের মাথার উপরে তুলে চাপিয়ে দিলে আমরা মেনে নিতে পারবো না। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান।