
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে পূর্ব চাকামইয়া গ্রামের বিশ্বাসবাড়ির উঠানে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কারি মোহাম্মদ ইব্রাহীম এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল হাওলাদার।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন-জালাল বিশ্বাস, বাবুল হাওলাদার, চান মিয়া চৌকিদার, কালাম হাওলাদার, সালাম হাওলাদার, জাফর হাওলাদার, মিজানুর, আবু বক্কর, আব্দুস সালাম, নূর সাইদ, হালিম, সোহেল বিশ্বাস, নাঈম, হাবিব, আজিজুল বিশ্বাস, চান মিয়া বিশ্বাস, মনু বিশ্বাস, রুবেল বিশ্বাস, হারুন, জামাল, বাদশা, দুলাল হাওলাদার, নয়া মিয়া হাওলাদার, মোস্তফা প্যাদা, কুদ্দুস আকন, মুসা কাওসার ও মাসুম বিশ্বাস।
স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, “চাকামইয়া ইউনিয়নে আমরা ঐক্যের ডাক দিয়েছি, সেই ডাকে সাড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছে। আগামীতে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ের লক্ষ্যে তারা একসাথে কাজ করবে।