
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লালমোহন উপজেলার সভাপতি মো. সাখাওয়াত ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. সফিউল্লাহ হাওলাদার, মো. ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।