
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় আখড়পাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না।
কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রিপন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, কুলকাঠি ইউনিয়নের সাবেক অপ্রতিদ্বন্দী সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী বিশ্বাস প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটু কুচক্রীমহল দেশে অস্থিরতার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। আমরা সবাই আগামী দেশ নায়ক তারেক রহমানের সৈনিক তিনি ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমাদের প্রত্যেকের ব্যক্তি পছন্দ থাকতে পারে কিন্তু দলের সিদ্ধান্তের উর্ধ্বে আমরা কেই নই, সকল বিবেধ ভুলে আমরা বেগম খালেদা জিয়ার ধানের শিষ প্রতিক বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করো যাবে।