1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে পান চাষিদের ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে বরিশালে ১০ গ্রেড বাস্তবায়ন চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের মানববন্ধন পটুয়াখালীতে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

ঝালকাঠিতে পান চাষিদের ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পান চাষীরা। সোমবার (১০ নভেম্বর) সকালে ডিসি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠিতে অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার শুল্ক ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে।

এই সুযোগে প্রতিবেশী রাষ্ট্রগুলো পানের বাজার দখল করে নিচ্ছে। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পড়েছেন এদেশের চাষীরা। তাদের দাবি, এই অর্থকরী ফসলটি এখন বাজারে দিন-দিন বিক্রি কমে হচ্ছে।

সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী প্রবণতা এবং বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রিয় কমিটি সভাপতি, অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ পান চাষি সমিতি কেন্দ্রিয় কমিটি সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রিয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, ঝালকাঠি জেলা কৃষক সমিতি আহ্বায়ক প্রশান্ত দাস হরি প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করবেন ঝালকাঠি জেলা পান চাষি সমিতি সভাপতি গৌরাঙ্গ দাস।

দাবিগুলো হলো- ১। পান রপ্তানি বাড়াতে হবে এবং এক্ষেত্রে অবিলম্বে আরোপিত সকল বাঁধা দূর করতে হবে। ২। পান চাষিদের সহজশর্তে স্বল্পসুদে কৃষি ঋণ দিতে হবে। ৩।

শুধুমাত্র পান চাষের উপর নির্ভরশীল চাষিদের ত্রাণের আওতায় আনতে হবে। তাদের পূর্ণাঙ্গ রেশন দিতে হবে।৪। পান রপ্তানিকারকদের সাথে সাথে উৎপাদক পান চাষিদেরও প্রণোদনা দিতে হবে।

৫। খৈল, সার, কীটনাশকসহ পান চাষের সকল উপকরণের দাম কমাতে হবে। চাল, ডাল, তেল, মসলাসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে।৬। পান গবেষণা কেন্দ্র, পান সংরক্ষণাগার ও পানভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। ৭।

পান চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে পান চাষিদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে। ৮। পান বরজের জমি লিজের অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।৯। পান চাষিদের জন্য পান বিমা চালু করতে হবে। ১০। জাতীয় পান বোর্ড গঠন করতে হবে। ১১। ভারত থেকে পান আমদানি বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, পান দিয়ে আপ্যায়ন বাঙালী সংস্কৃতির ঐতিহ্য। দেশের চাহিদা মিটিয়ে পান মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু সরকারের ভুলনীতি ও পান রপ্তানিতে শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানি কমে গিয়েছে। রপ্তানি কমে যাওয়ায় বাজারে চাহিদা ও দাম দু’টোই কমেছে।

পানের দাম অস্বাভাবিক কমে যাওয়ায়, পান বিক্রি করে পান চাষিরা লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও তুলতে পারছেন না। ধান চাষ অলাভজনক হওয়ায় ও পানচাষে সারাবছর কিছু না কিছু আয় হওয়ায় অনেকেই পান চাষের দিকে ঝুঁকেছেন।

পান চাষে প্রতিদিন পরিচর্যা করতে হয়, তাই পান চাষিদের সারাবছর কাজ থাকে। যে এলাকায় ব্যাপক পান চাষ হয়, সেখানে খেতমজুরদেরও সারাবছর কাজ থাকে। যাদের নিজের জমি নেই তারা ৫/১০ বছরের জন্য বেশি টাকায় লিজ নিয়ে পান চাষ করছেন।

পান চাষের উপকরণের দামও ক্রমশ বাড়ছে, সবমিলিয়ে পান চাষ বেশ ব্যয়বহুল। পান চাষ করতে গিয়ে অনেকেই এনজিও’র কাছ থেকে ঋণ নিয়েছেন। পানের দাম কমে যাওয়ায় পান চাষিরা ঋণের কিস্তি দিতে পারছেন না। পানের বরজ টিকিয়ে রাখতে হলে প্রতিনিয়ত খরচ করতে হয়, কিন্তু এখান থেকে কোন লাভ পাওয়া যাচ্ছে না।

সরকার পান রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহকে প্রণোদনা দিচ্ছে কিন্তু উৎপাদক পান চাষিদের কোন প্রণোদনা নেই। তাঁরা না পারছেন সংসার চালাতে, না পারছেন ঋণের কিস্তি দিতে।

ঝালকাঠি জেলার ব্যাপক সংখ্যক পান চাষিদের জীবন আজ মহাসংকটে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জেলা উপজেলায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় নিম্নোক্ত কর্মসূচী সফল করার জন্য পান চাষিসহ সকল সংগ্রামী জনতাকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশ শেষে চাষীরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network