
নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।
গতকাল রোববার থেকে উপজেলার ১শত ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষক কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত এ কর্মবিরতি পালন করছেন।
আজ সোমবার উপজেলার কোথাও কোন বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষকরা প্রবেশ করেন নি। ফলে শিক্ষকদের অনিষ্টকালের এ কর্মবিরতিতে পাঠদান ব্যাহত হচ্ছে। এদিকে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে আসলেও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় তারা ইচ্ছা মাফিক খেলাধুলা করে বাড়ি ফিরতে দেখা গেছে। শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, দশম গ্রেডে বেতন প্রদান সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করে আসছেন তারা।
মারজানা বেগম কেয়া নামে একজন অভিভাবক জানান, দাবি আদায়ে শিক্ষকরা সময় দিলেও সরকার দাবি মেনে না নেয়ার ফলে এ কর্মবিরতি চলমান থাকলে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ক্ষতি হবে।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমান ও সাধারণ সম্পাদক আবদুল হাই মিঝি জানান, শিক্ষকদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার ১ শত ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষক অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন করা যাবে।