
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত কবীর হোসেনের ছেলে নাসির হোসেনের সমর্থকরা।
বিক্ষোভে টায়ার জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় তার পোশাকে আগুন ধরে যায়। সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে।
এ সময় ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামের ওই নেতা। পরে তার সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। শহিদুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা।
এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন। এর আগে রোববার (৯ নভেম্বর) নগরীর অলোকার মোড়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছিল নাসির হোসেন অস্থিরের সমর্থকরা।
মনোনয়নবঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জামাতে আগুন ধরে গিয়েছিল। সে এখন সুস্থ আছে।