
ভোলা প্রতিনিধি// জুলাই পদযাত্রায় অংশ নিতে ভোলায় যাচ্ছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বরিশাল থেকে ভোলায় যাচ্ছেন তারা। পরে এই কেন্দ্রীয় নেতারা ভোলা শহরে পদযাত্রা শেষ করে দুপুর ২টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।
দলের কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে এনসিপি ভোলা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গ সংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ৫টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। ভোলায় এই প্রথম এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকায় প্রত্যাশাও রয়েছে তাদের।
তাদের আগমেন্র উপলক্ষে ভোলা শহরের বিভিন্ন সড়কে পোস্টার,ব্যনারে ছেয়ে গেছে।
সমাবেশে নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিনসহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. ফয়সাল মাহমুদ শান্ত।
দলীয় নেতারা জানান, ছাত্র-জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন করা হয়েছে।’