1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা লকডাউনের নামে আ.লীগের নাশকতা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে বরিশালে ১০ গ্রেড বাস্তবায়ন চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের মানববন্ধন পটুয়াখালীতে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

ঢাকা লকডাউনের নামে আ.লীগের নাশকতা

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’-এর ঘোষণা দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচির নামে এরই মধ্যে শুধু ঢাকাতেই নয়, সারাদেশের বিভিন্ন স্থানে চলছে নাশকতামূলক কর্মকাণ্ড। গতকাল দেশের কয়েকটি স্থানে ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঢাকায় ককটেল নিক্ষেপ করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে নাশকতাকারী। ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার জেরে পুড়ে মারা গেছেন ঘুমন্ত চালক। এ ছাড়া পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় স্টপেজে থাকা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যা ৬টার দিকে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এদিকে নাশকতা প্রতিরোধে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। ঢাকায় ঢুকতে মানুষকে পড়তে হচ্ছে কড়া তল্লাশির মুখে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পেট্রল বোমা ঠেকাতে রাস্তার পাশের দোকানে যত্রতত্র পেট্রল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনে মৃত্যুর মতো নৃশংস ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সোমবার রাত ও মঙ্গলবার রাজধানী ঢাকায় আরও চারটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় সূত্রাপূরের লোহারপুল এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে দগ্ধ হয়ে গাড়িতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হন।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জেলার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে প্রত্যেক জেলা প্রশাসককে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলা হয়। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি বলেন, বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এগুলো যাতে আর ঘটাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু কিছু অবৈধ অস্ত্র রয়ে গেছে বাইরে। এগুলো যেন তাড়াতাড়ি উদ্ধার করা যায়, সেই চেষ্টাও চলছে।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ১০ নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস ও বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ তল্লাশি শুরু হয়েছে। একই সঙ্গে সাইবার মনিটরিং, গ্রেপ্তার অভিযান ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকতে না পারে। এ জন্য গণপরিবহন, রেল ও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর প্রবেশমুখ ও রাজধানীর ভেতরে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। তল্লাশিতে বাড়ানো হয়েছে কড়াকড়ি।

বেসরকারি চাকরিজীবী রেজাউল ইসলাম প্রতিদিন চিটাগাং রোড থেকে ঢাকায় আসেন। তিনি বলেন, ঢাকার ভেতরে ও প্রবেশমুখে চেকপোস্টের সংখ্যা অনেক বেড়েছে। গতকাল মোটরসাইকেল নিয়ে রাজধানীতে ঢুকতে দুই দফায় চেকপোস্টে তল্লাশির মুখে পড়েন তিনি। যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু ও মাতৃসদন হাসপাতালের সামনে তার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামতেই চানখাঁরপুল এলাকায় আরেক দফায় তল্লাশির মুখে পড়েন তিনি। সাধারণত মোটরসাইকেলে দুজন থাকলেই তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া সন্দেহভাজন মনে হলেই তল্লাশি করছে পুলিশ।

পুলিশ একাধিক কর্মকর্তা বলছেন, ১৩ নভেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। তারা দিল্লি, লন্ডন কিংবা নিউইর্য়কে বসে ঘোষণা দিচ্ছেন, ‘আমরা আসছি ১৩ নভেম্বর, আপনারাও ঢাকা আসুন।’ ‘ঢাকা লকডাউন’ ঘিরে তারা অনলাইনে নাশকতা উসকে দেওয়ার চেষ্টা করছেন। তাদের গুজব বা অনলাইন প্রচারণা সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। তবে দেশের ভেতরে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক খুবই দুর্বল। রাস্তায় মিছিল নিয়ে তারা ৩০ সেকেন্ডও দাঁড়াতে পারছেন না। তাদের সেই সক্ষমতা নেই। তবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

ডিএমপি সূত্র জানিয়েছে, গত অক্টোবর মাস থেকে ১০ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ১৪টি ঝটিকা মিছিল করেছে। মিছিল ও নাশকতার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় বা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব কাণ্ডে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে। ভাড়াটে মানুষ ও ভাড়ায় খাটা মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ককটেল নিক্ষেপ করে সটকে পড়ছে অপরাধী চক্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে, অনতিবিলম্বে আমরা তাদের ধরে ফেলব। আগামী ১৩ নভেম্বর বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে মোতায়েন থাকবেন। অপরিচিত ব্যক্তিদের আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেস, হোটেল, গেস্টহাউসে জাতীয় পরিচপত্র দেখে বোর্ডার ওঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। এ ছাড়া আপনাদের নিজের নামে থাকা মোটরসাইকেল অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া দেওয়ার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না, সেদিকে দৃষ্টি রাখবেন।

ঢাকায় পাঁচ গাড়িতে আগুন : সোমবার রাত ১২টা ৫৪ মিনিটে যাত্রাবাড়ীর রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ২টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজায় রাইদা পরিবহনের বাস আগুন দিয়ে পোড়ানো হয়। রাত ৪টার দিকে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে পার্কিং অবস্থায় একই পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বসুন্ধরা মেন গেট ১০০ ফিট সড়কে রাত ২টা ৩৫ মিনিটে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা ছয়টায় পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন লোহারপুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেট সংলগ্ন স্থানে মালঞ্চ পরিবহনের একটি দাঁড়ানো বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ময়মনসিংহে আগুনে ঘুমন্ত চালক নিহত : নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহের পাঠানো খবরে বলা হয়, ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় গতকাল মঙ্গলবার ভোররাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিলে গাড়িটিতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে মারা যান। জুলহাস স্থানীয় কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে মাক্স পরা অবস্থায় ৩ যুবক পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় চালক ঘুমিয়ে ছিলেন। দাউদাউ করে জ্বলে উঠা আগুনে পুড়ে তিনি অঙ্গার হয়ে যান। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নাশকতাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ফরিদপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতির স্বীকারোক্তি : ফরিদপুর প্রতিনিধি জানান, ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে দলটির ফরিদপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে পাঁচ লাখ টাকা দিয়েছেন সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া ফারুক হোসেন। গতকাল দুপুরে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ : রাজশাহী ব্যুরো জানিয়েছে, সোমবার দিবাগত রাতে রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় গভীর রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network