
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত পরীক্ষা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। শিক্ষার্থীদের অভিজ্ঞতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়েরর দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ পরীক্ষা নেন তিনি।
পরীক্ষায় তিনজন শিক্ষার্থী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। বৃহস্পতিবার সকালে সেসব শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দিয়ে উৎসাহ প্রদান করেন ইউএনও মো. শাহ আজিজ। ইউএনওর উপহারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আবির হোসেন ফাহিম, সামরিম করিম লামিয়া এবং লিজা আক্তার। এর আগে গত সোমবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপস্থিত অবস্থায় তাৎক্ষণিকভাবে এই পরীক্ষার আয়োজন করেন ইউএনও।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, ‘তথ্যপ্রযুক্তি আমাদের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জ্ঞানেও দক্ষ হয়ে ওঠে সেই লক্ষ্যেই এ উদ্যোগ। যেসব শিক্ষার্থী পুরস্কার পেয়েছে, তারা অন্যদের অনুপ্রেরণা জোগাবে।’