
ভোলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, গত ১৭ বছর ছিল এক কঠিন সময়।
বাংলাদেশের মানুষের ওপর আওয়ামী লীগ সরকার যে অত্যাচার-নির্যাতন করেছে তার তুলনা বিশে^ কোথাও নেই। এই বিশে^র সবচেয়ে নিষ্ঠুর শাসক শেখ হাসিনা। তিনি বিনাভোটে প্রধানমন্ত্রী হয়েছেন।
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) এই গণসংবর্ধনা দেওয়া হয়। মেজর হাফিজ আরো বলেন, শেখ হাসিনা সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছিল সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লুণ্ঠন করেছে, লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কী পরিমাণ লুটপাট হয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের স্বার্থে রাজনীতি করে।
বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এরআগে প্রায় ৬কিলোমিটার লম্বা পদযাত্রায় অংশগ্রহণ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। পদযাত্রায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।