
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারখালে জেলেদের জালে বিরল এক বয়স্ক কচ্ছপ ধরা পড়েছে।
স্থানীয় লোকজন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ একে ‘জলখাসি’ নামে ডাকছেন। ১১ কেজি ২০০ গ্রাম ওজনের কচ্ছপটি কয়েকজনের হাতে ঘুরে বর্তমানে সুনামগঞ্জ শহরের লঞ্চঘাটে এক মাছ ব্যবসায়ীর কাছে আছে।
খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যবসায়ী কচ্ছপটির দাম ২২ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব করেছেন, তবে বিক্রেতা আরো বেশি দাম আশা করায় তারা ফিরে গেছেন।
আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জ লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ইবরাহিমপুরের ব্যবসায়ী বাবু মিয়া একটি দোকানে প্লাস্টিকের ড্রামে কচ্ছপটিকে বেঁধে রেখেছেন। মানুষের উপস্থিতি টের পেলেই ধারালো নখ ও কঠিন দাঁত বের করে আক্রমণের ভঙ্গি করছে কচ্ছপটি। বাবু মিয়া জানান, গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজারের পাণ্ডারখালের জেলেদের জালে ধরা পড়ে কচ্ছপটি। পরে তা বিক্রি হয় নূরপুর গ্রামের বুরহানের কাছে।
বুরহান ফোনে বাবু মিয়াকে কচ্ছপটির কথা জানালে তিনি তা সুনামগঞ্জে নিয়ে আসেন এবং নিজের কাছে রেখে দেন।
বাবু মিয়া বলেন, ‘আমি সাধারণত বাজারে আলোচনায় থাকে বা লোকের নজর কাড়ে এমন জিনিসই কিনি। এবারও তাই করেছি। অনেকেই দেখতে আসছেন।
অনেকে বলছেন কচ্ছপটির বয়স প্রায় ৫০ বছর। এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ হাজার টাকা দাম পেয়েছি। আরো ভালো দাম পেলে বিক্রি করব।’