
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সাড়া জাগিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
কাঙ্ক্ষিত ভূমি সেবা প্রান্তি পর্যায়ে নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ এই অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কার্যক্রম চলমান রাখার দাবি তুলেছেন। তাদের মতে, এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় সময় এবং অর্থ—দুটিই বাঁচছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতিও কমে যাবে।
ভূমি মালিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করে উপজেলা ভূমি অফিস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, “আমরা ভূমি সেবার মান প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। দালালদের খপ্পরে পড়তে না দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি। জমির খাজনা, নামজারি সহ বিভিন্ন সেবা পেতে সরকারকে কত টাকা দিতে হয় তা আমরা সাধারণ জনগণকে বোঝাতে চেষ্টা করছি, যাতে অতিরিক্ত টাকা দিতে না হয়।