
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় নিজেদের মালিকানাধীন জমিতে বৈধভাবে বেড়া দেওয়ার দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন মিজানুর রহমান।
রোববার বেলা ১১টায় তিনি কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, মৌজা বাদুরতলী এলাকার এসএ খতিয়ান নং ১১৪, বিএস খতিয়ান নং ১৩৯৪, দাগ নম্বর ৬৩১৩ বাটা ৬৩৭০-এর মোট ১১.৭৭ শতাংশ জমি তার পরিবারের মালিকানাধীন। অথচ উম্মে সালমা ও উম্মে কুলসুম জমিটি ‘খাস জমি’ দাবি করে নিজেদের মালিকানা দেখানোর চেষ্টা করছেন।
তিনি অভিযোগ করেন, প্রকৃত মালিকানা প্রমাণসাপেক্ষ দলিল থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মিজানুর রহমান।