1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় যুব নেতৃত্বধনি প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে বরিশালে ১০ গ্রেড বাস্তবায়ন চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের মানববন্ধন পটুয়াখালীতে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

কলাপাড়ায় যুব নেতৃত্বধনি প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “যুবক যুবতী নেতৃত্বধনি প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান” শীর্ষক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। সোমবার ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার সম্পর্কে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির। বিশেষ অতিথি ছিলেন নাওভাঙ্গা টেকনিক্যাল কলেজের প্রভাষক আবুতালেব ইভান এবং THRIVE প্রকল্পের মনিটরিং অফিসার বিধান বিশ্বাস।

 

দিনব্যাপী আয়োজনে দুর্যোগ প্রস্তুতি সংক্রান্ত আলোচনা, সচেতনতামূলক উপস্থাপনা, নিরাপদ আশ্রয় গ্রহণ পদ্ধতি, উদ্ধারপ্রক্রিয়া প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগ মোকাবেলায় তথ্যভিত্তিক প্রস্তুতি এবং স্কুল পর্যায়ের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। যুব নেতৃত্বধারীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, সিপিপি স্বেচ্ছাসেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সবার সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network