
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য” স্লোগানকে ধারণ করে বরিশালের বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।
সাঁতার প্রতিযোগিতায় চারটি শাখায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ব্যাগ বিতরণ করা হয়।