
সাইফুল ইসলাম , বাবুগঞ্জ : জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শান্তর বাবা জাকির হোসেন জানিয়েছেন, সন্তানকে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়, তবে তার হত্যার রায় যেন দ্রুত কার্যকর হয়—এটাই এখন পরিবারের একমাত্র দাবি। তিনি বলেন, “মনকে কিছুটা শান্তি দিচ্ছে যে সন্তানের অন্যায় হত্যার বিচার হয়েছে। এখন অপেক্ষা রায় বাস্তবায়নের।”
জাকির হোসেন আরও বলেন, আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনুসের সক্ষমতার ওপর তাঁদের বিশ্বাস রয়েছে। তার ভাষায়, “ড. ইউনুস চাইলে অবশ্যই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব। আমরা এ বিষয়ে ড. ইউনুসের ওপর ভরসা রাখতে চাই।”
পরিবারের দাবিতে এলাকায় নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। শহীদ শান্তর স্বজনরা দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।