ভান্ডারিয়ায় শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ /
ভান্ডারিয়ায় শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় চার বছরের শিশু হাসিব হাওলাদারকে হত্যার দায়ে মো. মারুফ খান (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মরদেহ গুম করার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মারুফ খান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের মো. আইউব আলী খানের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালে মারুফ খানের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. হাবিবুর রহমানের মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৯ সালের ১০ ডিসেম্বর মারুফ রিমার ছোট ভাই হাসিবকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পুলিশের কাছে মারুফ হাসিবকে হত্যার পর মরদেহ গুম করার কথা স্বীকার করেন।

ফারুকের দেওয়া তথ্যে পুলিশ নর্দমা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার একদিন পর হাসিবের বড় ভাই নাসির হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১০ আগস্ট ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক হোসেন বলেন, দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মারুফ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।