গৌরনদীতে মাছের সাথে শত্রুতা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ /
গৌরনদীতে মাছের সাথে শত্রুতা

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বাড়তি ইউনিয়নের উত্তর ধান্ডোবা গ্রামের নুর আলম হাওলাদার নামের এক ব্যক্তির ২৪০শতক জমির উপর করা একটি মাছের ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করা হয়েছে,

এতে করে ওই ঘেরের সব মাছ মারা গিয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী বলছেন পূর্ব শত্রুতার জেরেই এমনটা করা হয়েছে, তারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রবিবার শেষ রাতে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান গত দুইদিন পূর্বে ঘেরের মালিক নুর আলম হাওলাদারের সাথে একই এলাকার দুই সহোদর মঞ্জু সরদার ও মইন সরদার এর সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মারধরের ঘটনা ঘটে,

ক্ষতিগ্রস্ত নুর আলম হাওলাদারের দাবি ওই ঘটনাকে কেন্দ্র করেই তার মাছের ঘের এবং মুরগির ফার্মে বিষ প্রয়োগ করা হয়েছে, এতে করে তার মুরগির ফার্মের শতাধিক মুরগি ও মাছের ঘেরের সব মাছ মারা যায়,

এতে করে তার প্রায় আনুমানিক পাঁচ থেকে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়, তবে অভিযুক্ত মঞ্জু সরদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,

এদিকে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন।