বেতাগীতে তাপদাহে লোডশেডিংয়ের যন্ত্রণায় জনজীবন!


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ /
বেতাগীতে তাপদাহে লোডশেডিংয়ের যন্ত্রণায় জনজীবন!

বেতাগী প্রতিনিধি : ঈদের আগেই উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছে। একদিকে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট অন্যদিকে প্রচণ্ড তাপদাহে জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।

রোজার মাসে ইফতার, তারাবি ও সাহরির সময়ো মিলছে না বিদ্যুৎ। মাত্রাতিরিক্ত লোডশেডিং হওয়ায় ক্ষোভ বিরাজ করছে পৌরসভাসহ উপজেলাবাসীর মধ্যে। এদিকে গত দুই দিন ধরে বিদ্যুতের ভেলকিবাজির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।

বরিশাল আবহাওয়া অফিসের উপপরিদর্শক মো: মাসুদ রানা বলেন, আজ উপকূলে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরো দুই-তিন এভাবে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত তিন-চারদিন ধরে উপকূলের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল নেটওয়ার্কও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকলে অপারেটররা ২-৩ ঘণ্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালাতে পারে। কিন্তু এর বেশি হলে সাইটসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করেও দেখা দেয় চরম ভোগান্তি।

বেতাগী পৌরসভার বাজারের সাত রঙ ফ্যাশন (পোশাকের দোকান) মালিক সুমন গুহ বলেন, মাত্র ঈদ বাজার জমে উঠেছিল। প্রচণ্ড গরম আর বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে ক্রেতারা বাজারে আসছেন না। এতে বেচাকেনা কম হওয়াতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তের শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের বাসিন্দা সহকারি শিক্ষক মো: ওমর ফারুক বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সাত থেকে নয় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এতো বেশি লোডশেডিং মানা যায় না। সারা দিন রোজা রেখে মানুষ শান্তিতে ইফতার ও তারাবিহ নামাজ পড়বে, তাও পারছে না। রোজার মাসে বিদ্যুতের ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছি আমরা।

বেতাগী পৌর শহরের সরকারি কলেজ এলাকার রোজিনা আক্তার নামের এক গৃহবধূ বলেন, লোডশেডিংয়ের কারণে ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। পানি তোলা যাচ্ছে না। অচল হয়ে পড়েছে ইলেকট্রনিক যন্ত্রাংশ। প্রচণ্ড তাপদাহের সাথে বিদ্যুতের অত্যাচারে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

লোডশেডিংয়ের ব্যাপারে বেতাগী আঞ্চলিক পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী বিমল সেন বলেন, শনিবার থেকে চাহিদার তুলনায় বিদ্যুৎ কিছুটা কম রয়েছে। আমরা প্রয়োজনীয় লোড পাচ্ছি না। তাই বিদ্যুতের কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে।