বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ /
বরিশালে আরও ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন-পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী গ্ৰামের আলেয়া বেগম (৫০), বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০) ও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কাউখালীর বালিহারি গ্ৰামের আসমা (৩০)।

চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪৮ জন মারা গেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত তিন জনের দুই জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫৭ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৯৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ৩৯ জন, বরগুনা ৬১ জন ও ঝালকাঠিতে সাতজন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪ হাজার ৯৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪২ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৯৬৮।