1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেফতার দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে বরিশালে ১০ গ্রেড বাস্তবায়ন চেয়ে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের মানববন্ধন পটুয়াখালীতে প্রায় দশ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় ট্যাক্স দিন সেবা নিন বললেন গোলখালী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ আকন রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে, যার ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যাও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। অকালে অনেকেই প্রাণ হারাচ্ছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করছেন।

সড়ক দুর্ঘটনা এড়াতে ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল বহন না করা, গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোনে কথা না বলা, চালকের পাশে লোক না বসানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং থ্রি-হুইলার মহাসড়কে (না ওঠা) না চালানোর জন্য সরকার আইন করেছে। মহামান্য হাইকোর্টও এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন।

সরকারের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া এবং একাধিকবার পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল বহন, গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোনে কথা বলা, চালকের পাশে লোক বসানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং মরণঘাতক থ্রি-হুইলারের চলাচল রহস্যজনকভাবে বন্ধ হচ্ছে না। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ সীমানায় অবাধে আইন অমান্য করে চলছে থ্রি-হুইলারগুলো।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার প্রায় ৬০ কিলোমিটার রাস্তার সর্বত্রই একই চিত্র দেখা যায়। বিশেষ করে থ্রি-হুইলার নছিমন, করিমন, অটোবাইক, ইজিবাইকের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এতে বরিশাল, বাকেরগঞ্জ সহ বিভিন্ন স্থানে শতাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শ্রমিক, আইনজীবী, পুলিশ, ডাক্তার সহ অনেকের প্রাণহানি ঘটেছে এবং শতাধিক মানুষের জীবন অকালে ঝরে গেছে।

সরকার এত আইনকানুন ও নিয়ম করার পরেও কেন এসব নিষিদ্ধ যানবাহন মহাসড়কে অবাধে চলাচল করে? আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামনে প্রকাশ্যে কীভাবে থ্রি-হুইলারগুলো দাপিয়ে বেড়াচ্ছে, তা নিয়ে এলাকাবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

সাধারণ যাত্রীরা বলেন, “আমরা যারা প্রাইভেট গাড়িতে যাতায়াত করি, থ্রি-হুইলারের আতঙ্কে থাকি। কখন গাড়ির সঙ্গে থ্রি-হুইলারগুলো ধাক্কা দেয়। থ্রি-হুইলারগুলো নিজেরা অবৈধভাবে আইন অমান্য করে মহাসড়কে চলাচল করে এবং বৈধ যানবাহনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।”

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাস চালকরা জানান, “থ্রি-হুইলারগুলো খুব সমস্যা করে। তারা সুযোগ পেলেই রাস্তার মধ্যে দিয়ে চলাচল করে।” অন্যদিকে রয়েছে মহাসড়কে দূরপাল্লার পরিবহন বাসের বেপরোয়া গতি। এসব কারণেই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আর এসব দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মীর বহর বলেন, “থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এদের কোনো রেজিস্ট্রেশন নেই। তারপরও কেন তারা কীভাবে মহাসড়কে চলাচল করে, পুলিশ তাদের কেন মহাসড়কে উঠতে এবং চলাচল করতে দেয়, আমার জানা নেই।”

তিনি আরও বলেন, “থ্রি-হুইলার গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই। এসব গাড়ি নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ আমার অফিসে থ্রি-হুইলার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে আসেনি। এসব গাড়ি অনুমোদিত হলে আমরা মহাসড়কে উঠতে পারবে না একথা কাগজপত্রে লিখে দিতাম।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network