কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে বাধা দেয়ায় একজনকে রড দিয়ে পিটিয়ে জখম


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ /
কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে বাধা দেয়ায় একজনকে রড দিয়ে পিটিয়ে জখম

কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে বাধা দেওয়ায় স্থানীয় মাহামুদুল হাসান (৩১) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলি বাজারে বুধবার সকাল সাড়ে ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।

আহত হাসানের পিতা কাজী আনোয়ার হোসেন হাওলাদার জানান, চরচাপলি মৌজা দলিল নং-৭৩২। প্রায় ৪২ বছর ধরে দখলে আছি। কিন্তু আসামীরা বিভিন্ন সময় অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। ঘটনার দিন স্থানীয় ইলিয়াস, আরিফ, আজিজ ও জলিল আকন সহ ৮/১০ জন তাদের ৪২ বছরের ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করতে আসে, এতে বাধা দেওয়ায় আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে জখম কর।

 

অথচ এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা নিজেরা নিজেদের শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত মাহামুদুল হাসান বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডাঃ অনুপ কুমার সরকার বলেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।