কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে বাধা দেওয়ায় স্থানীয় মাহামুদুল হাসান (৩১) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলি বাজারে বুধবার সকাল সাড়ে ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।
আহত হাসানের পিতা কাজী আনোয়ার হোসেন হাওলাদার জানান, চরচাপলি মৌজা দলিল নং-৭৩২। প্রায় ৪২ বছর ধরে দখলে আছি। কিন্তু আসামীরা বিভিন্ন সময় অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। ঘটনার দিন স্থানীয় ইলিয়াস, আরিফ, আজিজ ও জলিল আকন সহ ৮/১০ জন তাদের ৪২ বছরের ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করতে আসে, এতে বাধা দেওয়ায় আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে জখম কর।
অথচ এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা নিজেরা নিজেদের শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত মাহামুদুল হাসান বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডাঃ অনুপ কুমার সরকার বলেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :