রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঢাকাস্থ মৌডুবী ঐক্য সংগঠনের পক্ষ থেকে ৭৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
এতে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পিয়াজ,তেল, মুড়ি ছোলা, চিনি দেওয়া হয় ।
ঢাকাস্থ মৌডুবী সংগঠনের সদস্য কৃষিবিদ মোঃ নাহিদ হাসান জানান, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেশের সংকটময় মুহূর্তে আমার এলাকার কর্মহীন গরিব দুস্থ পরিবারের মাঝে রোজার উপহার সামগ্রী বিতরণ করেছি।
ভবিষ্যতে আমরা এই সংগঠনের মাধ্যমে গরীব দুঃখী মানুষের পাশে থাকব ও সেবামূলক কাজে অংশগ্রহণ করবো।