
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ২৬ শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন উপলক্ষে আনন্দ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে পৌরশহরে অবস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) বাসভবনের সামনে থেকে উপজেলা, পৌরসভা এবং কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে হসপিটাল গেটে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আলাউদ্দিন ইলিয়াছ, জুনাইদুল ইসলাম নয়ন, রিজভী আহমেদ শাকিল ও আরমানুল ইসলাম জুবায়ের। এছাড়া এ সময় উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।