বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে জাতীয় পার্টির সদস্যসচিব ও স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এমনঅভিযোগে স্থানীয় বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী । ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সালাম বেপারী গত ১৬ অক্টোবর সকালে একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিমের স্ত্রী নুপুর আক্তার (৩৫) এর শ্লীলতাহানির চেষ্টা চালান।
ভুক্তভোগী জানান, তার স্বামী মাছ ধরতে বাইরে থাকায় তিনি একা ছিলেন। এ সুযোগে ইউপি সদস্য সালাম বেপারী বাড়িতে প্রবেশ করে জাপটে ধরেন। তার চিৎকার শুনে পাশের বাড়ির আত্মীয়া ও ওপর এক নারী মিতু আক্তার ছুটে এলে সালাম বেপারী পালিয়ে যান।
ঘটনার পরের দিন শুক্রবার (১৭ অক্টোবর)ওই গৃহবধূ বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম এ বিষয় সাংবাদিকদের বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য না পাওয়ায় বিষয়টি যাচাই-বাছাই চলছে।
অভিযুক্ত ইউপি সদস্য সালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর স্বামী আমার আত্মীয়। তাকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলাম। টাকা ফেরতের বিষয়ে কথা বলতে তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয় বিএনপির এক সিনিয়র নেতা দাবি করেন, সালাম বেপারী জন প্রতিনিধি হলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক বিয়ে করার কারণে এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।