
ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে চারটি মামলার পলাতক আসামি নান্টু শরীফ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
গ্রেপ্তার হওয়া নান্টু শরীফ নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার আব্দুল ওয়াহেদ শরীফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা চলমান রয়েছে।
একটি মামলায় ২ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, টাঙ্গাইল থেকে গ্রেফতার করে নলছিটি থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।