
আমি নাজমুল হোসেইন বাগধা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবদলের সদস্য। গত ইং ১৭/১০/২০২৫ তারিখ বরিশালের রুপান্তর অনলাইন নিউজ একটি সংবাদ প্রকাশ করে যা আমার দৃষ্টিগোচর হয়।
উক্ত নিউজটি মাদকসংক্রান্ত বিষয় যাহার সমন্ধে আমি কোন অবগত নই। আমি ঢাকায় একিট প্রাইভেট কোম্পানিতে চাকুরি করি এবং পরিবার সহ ঢাকায় বসবাস করি। পাশাপাশি বাগধা ইউনিয়নের যুবদলের কর্মী। আমি দলীয় কর্মসূচি ছাড়া তেমন এলাকায় আসি না।
গত ১৩/০৯/২০২৫ ইং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পিযুষ হাওলাদারকে স্থানীয় জনগনের সহায়তায় বিপুল পরিমান মাদক সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় জনগন সহ আমি এলাকার মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী পিযুষের পৃষ্ঠ পোষক ও মদদ দাতারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমার উপর ষড়যন্ত্রে লিপ্ত হয়।
তারেই প্রেক্ষিতে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রচার করে। যেহেতু আমি জাতীয়তাবাদী বিএনপি দলের একজন কর্মী তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমার মানহানি করে। আমি উক্ত মিথ্যা সংবাদ, অপ প্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ আপনার মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।