
নিজস্ব প্রতিবেদক// “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে, জেলা ও বিভাগীয় প্রশাসকের সহযোগিতায়, সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, জেলা পরিসংখ্যান অফিসের যুগ্ম উপপরিচালক মো. শহীদুল ইসলামসহ অন্যান্য পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শুরু হয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বের হওয়া বণাঢ্য র্যালি দিয়ে। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।