
উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একমাত্র ব্রীজটি ফাটল ধরায় যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
উল্লেখ্য ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইলে জনগুরুত্বপূর্ণ ও দক্ষিনাঞ্চলের যানচলাচলের একমাত্র ব্রীজটিতে হঠাৎ ফাটল ধরায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে সাময়িক ভাবে দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রীজটির মেরামতের কার্যক্রম চালাচ্ছে। ঐতিহ্যবাহী বামরাইল বন্দর ব্যবসায়ীরা জানিয়েছে বামরাইল বাসস্ট্যান্ডের ব্রীজের নিচের অংশ অনেকটা ফাটল দেখা দিলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
এরপর কর্মকর্তারা ব্রীজের নিচে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায় শত বছরের পুরাতন ব্রীজটি নির্মানের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারের কাজ হয়নি। ব্রীজটির উপর দিয়ে দক্ষিনাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। এছাড়া প্রতিদিন মালামাল বোঝাই হাজার হাজার ভাড়ী গাড়ি চলাচল করার কারনে ব্রীজটিতে ফাটল ধরে বেহাল দশায় পরিনত হয়। গত শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহিন খান।