
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর রসুলপুর এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী চক্র। কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় এলাকাজুড়ে শুরু হয়েছে মাদক বিক্রি ও পকেটমার চক্রের কার্যক্রম। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, নাসির ও তার স্ত্রী খুকুর নিয়ন্ত্রণে চলছে এই মাদক ব্যবসা। তাদের সহযোগিতা করছে খুকুর ছোট বোন সোহাগি ও তার স্বামী রেজা। এদের অধীনে রয়েছে ২০-২৫ জন খুচরা বিক্রেতা, যারা প্রতিদিন এলাকাজুড়ে মাদক বিক্রি করে।
এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জসিম, কমলা ও মোবাইল চোরের হোতা মাসুদের বিরুদ্ধেও। কয়েকদিন আগে বিদেশি এক নাগরিকের পকেট থেকে পাসপোর্ট, মোবাইল ও ডলার চুরির অভিযোগে মাসুদকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
মাদক ব্যবসায় খুকু-নাসিরের ‘গুরু’ হিসেবে পরিচিত মাহাবুব টিএনটি, কালু ও তার স্ত্রী জোছনা, পুন্নি, দিপু টেলি, মনির ও তার স্ত্রী নীলুফা, মাষ্টার সিরাজ ও তার স্ত্রী নদীর নামও এসেছে অভিযোগে।
এছাড়া আরও কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সহযোগী হিসেবে স্থানীয়রা অভিযোগ করেছেন,পলাশ ও তার স্ত্রী লিপি, রিদয় বিশ্বাস, আমিন, নৌকা কবির, চামিলী, হিরন, চাখিলি রাকিব, নেপাল মিস্ত্রি, ইয়াবা ডিলার শন্না, সেতু রিফাত শাহ, হামিদ, নৌকা ইয়াবা ডিলার কদু ও মিরাজের বিরুদ্ধে।
ফলের ব্যবসার আড়ালে পাইকারি গাঁজা ব্যবসা চালাচ্ছেন রুবেল নামের এক ব্যক্তি বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তাও এই চক্রের সঙ্গে পরোক্ষভাবে জড়িত। তারা বলেন, অভিযানের আগে প্রশাসনের কিছু ব্যক্তি মাদক ব্যবসায়ীদের আগেই সতর্ক করে দেন। ফলে অভিযানে গেলেও বড় ধরনের কোনো সাফল্য আসে না।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।