
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে হিন্দু ধর্মাবলম্বীরা ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামা পূজা উদযাপন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে ২১ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বর্ণাঢ্য র্যালি ও প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠানে “ধর্ম যার যার উৎসব সবার”এর সবার উজিরপুর পুরান বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও শ্যামা মন্দির এর বাৎসরিক শ্যামা পূজা উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।