
মিল্টন কবিরাজ : “পল্লীবন্ধু এরশাদের সৃষ্টি উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই”— এই স্লোগানকে সামনে রেখে বরিশালে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর রোডের আর্যলক্ষ্মী ভবনের হল রুমে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ জলিল, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম গফুর, জেলা যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি গোলাম রব্বানী সুরুজসহ জেলা, উপজেলা ও মহানগর নেতৃবৃন্দ। র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের তৃণমূল উন্নয়ন ও স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
আজ তার সেই স্বপ্ন বাস্তবায়নের দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।” বক্তারা আরও বলেন, “বর্তমান সময়ে যারা ক্ষমতার ভাগাভাগি ও সন্ত্রাসের রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদের উচিত সব হিসাব-নিকাশ বাদ দিয়ে দেশ পুনর্গঠনের জন্য এরশাদের আদর্শে ফিরে আসা।”
অনুষ্ঠানে বক্তারা উপজেলা প্রশাসনকে আরও শক্তিশালী করা, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে প্রশাসনের বিকেন্দ্রীকরণের আহ্বান জানান। শেষে উপজেলা দিবসের সফল ও সার্থক বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।