
মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে গাছ কাটায় বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন প্রতিপক্ষরা। এঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানায় অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন।
সুমাইয়া খাতুন উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মাসুদ মোল্লার স্ত্রী। গত ২১ অক্টোবর সন্ধ্যায় বোয়ালিয়া গ্রামের জুয়েল মোল্লা ও জাকির মোল্লাসহ তাদের লোকজন সুমাইয়াকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
সুমাইয়া খাতুন জানান, তিনি মুলাদী পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকেন। গত ২১ অক্টোবর তাদের প্রতিপক্ষ বোয়ালিয়া গ্রামের শাহ আলম মোল্লার ছেলে জুয়েল মোল্লা, জাকির মোল্লা, আব্দুল হাকিম মোল্লা, মেয়ে হালিমা বেগম লোকজন নিয়ে কয়েকটি মেহগনি গাছ কাটা শুরু করেন।
সংবাদ পেয়ে সুমাইয়া সেখানে পৌছে গাছ কাটায় বাঁধা দিলে হালিমা ও জুয়েল মোল্লাসহ অন্যান্যরা তাকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের সহায়তায় সুমাইয়া মুলাদী সদরে পৌছান এবং বৃহস্পতিবার ১২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও বোয়ালিয়া ফাঁড়ি পুলিশের সমন্বয়ে দল গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।