
মোঃ সাদ্দাম হোসেন //বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভিআইপি গেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কর্মসূচিটি আমতলা মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতৃত্ব দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
গণসংযোগ চলাকালীন বক্তব্যে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
বরিশাল-৫ আসনে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” তিনি আরও বলেন, “আমরা বিএনপির কর্মীরা সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং দেশনেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ।”