
মিল্টন কবিরাজ : বরিশাল মহানগর দায়রা জজ আদালত এসিড নিক্ষেপ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। এটি বরিশাল মহানগর দায়রা জজ আদালতের ট্রায়াল মোকদ্দমায় প্রদত্ত প্রথম রায়।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বরিশাল মহানগর দায়রা জজ জনাব মীর মোঃ এমতাজুল হক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, বাদী উত্তম হালদার ২০২৪ সালের ১১ মার্চ বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন যে, আসামী শিশির ঘরামী ও প্রদীপ ঘরামী তার পুত্র উৎপল হালদারের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
ঘটনার তদন্ত শেষে পুলিশ একই বছরের ২ আগস্ট এসিড অপরাধ দমন আইন ২০০২ (সংশোধিত) এর ৫(ক), ৫(খ) ও ৭ ধারায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষ মামলাটিতে মোট ১৫ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামীদ্বয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। আসামিপক্ষে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট এ.কে.এম. নুর উদ্দিন আহমেদ।
রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট গীতা দেবী হালদার সন্তোষ প্রকাশ করে বলেন, “এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আদালতের এই রায় ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।”