
বরিশাল ক্রাইম ট্রেস, চাকরি ডেস্ক : বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বরিশাল সার্কিট হাউসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০তম গ্রেডের মোট ৮৩টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ৩৩ জন (এসএসসি বা সমমান পাস), নিরাপত্তা প্রহরী পদে ২৬ জন (এসএসসি বা সমমান পাস ও সুস্বাস্থ্যের অধিকারী) এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১৬ জন (জেএসসি বা সমমান পাস) নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে শতকরা ৮০ ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে তা পূরণ করা হবে।
এছাড়াও মালি পদে ১ জন (জেএসসি পাস), সার্কিট হাউসের জন্য বেয়ারার পদে ৩ জন (এসএসসি পাস), বাবুর্চি পদে ১ জন (জেএসসি পাস ও রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা) এবং নিরাপত্তা প্রহরী পদে ৩ জন (এসএসসি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী) নিয়োগ দেওয়া হবে।সবগুলো পদের জন্যই বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০) এবং বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।