1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে আগুনে পুড়ে ছাই বসতঘর - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে রক্তদান-গাছের চারা বিতরণ ঝালকাঠিতে চার মামলার পলাতক আসামি গ্রেপ্তার বরিশালে বিশ্ব ‘এ্যন্টি মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় গৌরনদীতে ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা, শারীরিক প্রতিবন্ধী নারী গ্রেফতার ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু নাজিরপুরে শতবর্ষী কালীবাড়ি পুকুর এখন অবৈধ দখলে গৌরনদীতে ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা, শারীরিক প্রতিবন্ধী নারী গ্রেপ্তার বরিশালে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছে সরকার

লালমোহনে আগুনে পুড়ে ছাই বসতঘর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাসেম মিয়া নামে এক বৃদ্ধের টিনশেড বসতঘর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাÐের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বৃদ্ধ আব্দুল হাসেমের ছেলে মো. মিজান জানান, গত এক সপ্তাহ আগে আমার মা- বাবা ঢাকায় বেড়াতে গিয়েছেন।

যার জন্য ঘরটি ফাঁকা ছিল। তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ এক প্রতিবেশী ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও আসেন। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভেতরের কাপড়-চোপড়, আসবাবপত্র, চাউল-ডালসহ নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাÐে ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ সময় পাশে থাকা আমার ভাই জিয়াউর রহমানের আধাপাকা টিনশেড ঘরটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাÐের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ওই পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে জেলা থেকে বরাদ্দ আসলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রæত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network