
নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলায় প্রশাসনিক পরিমণ্ডলে ইতিহাস গড়ল সরকার। তাছলিমা আক্তারকে (২৯ ব্যাচ, বিসিএস প্রশাসন ক্যাডার) বরগুনা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১৮ নভেম্বর ২০২৫ তারিখে বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
সরকারি প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ওই নিয়োগ নির্দেশ গত ১৩ নভেম্বর রাতে জারি করা হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে সন্দীপ কুমার সিংহ নেওয়া হয়েছিল; তবে মাত্র পাঁচ দিনের মধ্যে সেই প্রজ্ঞাপন বাতিল করে তাসলিমা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
তাছলিমা আক্তার আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণই তাকে এই দায়িত্বে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে বলে মনে করা হচ্ছে।
বরগুনাবাসীর মধ্যে এই নিয়োগ বড় প্রত্যাশা তৈরি করেছে। বরগুনার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, বরগুনাবাসীর প্রথম নারী ডিসি পাওয়া সত্যিই গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, তিনি আন্তরিকতা, দক্ষতা ও দূরদৃষ্টির সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তাছলিমা আক্তারকে ডিসি হিসেবে পেয়ে বরগুনাবাসীর মধ্যে আশা জাগছে, বিশেষ করে প্রশাসনিক সেবা আরও নারী-আশ্রিত, অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী হবে। অনেকেই তাদের নেভিগেশন, সরকারি সেবা দ্রুততা এবং স্থানীয় চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে তার প্রতি আস্থাশীল।
অন্যদিকে, তার নিয়োগ প্রশাসনেও নারীর অংশগ্রহণ এবং নেতৃত্বে নারীর জায়গা প্রসারে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।
সাম্প্রতিক এই পদায়ন শুধু বরগুনার জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য একটি ইতিবাচক বার্তা, প্রশাসনের শীর্ষ পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব, এবং তা নতুন পাথেয় তৈরি করতে পারে।