
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানীতে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী”বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গাজী হেলাল উদ্দীন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মজনু হোসেন রনি, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, ইন্দুরকানী রির্পোটাস্ ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান প্রমুখ।
বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন বাস্তাবায়ন নির্দেশিকার আলোকে তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ রাখা এবং তামাকের কুফল ও করণীয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজাসহ সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন কর্মসুচী সমন্বয়কারী মো: আলতাফ হোসেন। সহযোগী সংগঠন, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।