
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় চিটাগাং হিল ট্রাকস্ ইনক্লুসিভ এন্ড রেসিলিয়েন্ট আরবান ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্টের আওতায় ফ্যাসিলিটি ষ্ট্যাডি এন্ড ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফর ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ফর ২২ কোষ্টাল টাউন প্রজেক্ট ওভারভিউ এন্ড ফিল্ড সার্ভে ট্রেনিং ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পবিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উজিরপুর মডেল থানার এসআই ইমতিয়াজ আহমেদ, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুরাদ হাসান, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার, সাধারন সম্পাদক শাহাদুৎ জামান কমরেডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করে গভীর নলকুপের পানি ব্যবহার ও অনেক নলকুপের পানি লবনাক্ত হওয়ায় ব্যবহারের অনুপযোগী নলকুপগুলো সঠিক পরিচর্যা করে বিশুদ্ধ পানির ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন তিনি।