
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু।
১৯ আগষ্ট দুপুরে পূর্ব নারায়নপুর গ্রামের মোঃ ঝন্টু হাওলাদারের অবুঝ ছেলে মোঃ তাওহীদ হাওলাদার(৬) ও মোঃ শরিফ খানের ছেলে মোঃ সাফিন খান(৭) খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পরে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পরে পুকুর থেকে ২ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে একসাথে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বইছে এবং পরিবারের আহাজারিতে ভাড়ি হয়ে উঠছে এলাকা।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।